ক্লাবের সঙ্গে চুক্তি এক ভাইয়ের, খেলছেন অন্য ভাই!

 

ছবি- সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে রোমানিয়ান ক্লাব দিনামো বুখারেস্টের সঙ্গে চুক্তি করেছিলেন গিনি বিসাউয়ের এডগার লে। কিন্তু তার পরিবর্তে নাকি যমজ ভাই এডেলিনো লে বুখারেস্টে খেলছেন। সম্প্রতি এমন অভিযোগ তুলেছে ক্লাবটি।

এডগার ও এডেলিনো জমজ হওয়ায় তারা দুজন দেখতে প্রায় একই রকম। আর সেই সুযোগটাই নাকি নিয়েছে লে ফ্যামিলি। এডগার নিজে খেলতে না গিয়ে পাঠিয়ে দিয়েছেন তার ভাইকে, যিনি এডগারের তুলনায় কম পরিচিত। 

বিষয়টি খোলাসা করতে এরইমধ্যে নাকি তদন্ত শুরু হয়েছে। অদ্ভুত এ ইস্যুটি সামনে এনেছেন সাংবাদিক ড্যানিয়েল সেন্দ্রে। এরপরই সংবিৎ ফিরে পেয়েছে দিনামো। 

সাংবাদিক এমানুয়েল রসু বলেছেন, ‘ঘটনা সামনে আসার পর অভিযুক্তকে ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলা হয়েছি। কিন্তু তিনি তা দেখাতে রাজি নন।’ তাতে বোঝা যায়, এডগারের পরিবর্তে দিনামোয় যিনি খেলছেন, তার এডেলিনো হওয়ার সম্ভাবনাই বেশি।

এডগার বার্সেলোনাসহ ফ্রান্স, তুর্কি ও নেদারল্যান্ডসের একাধিক ক্লাবে খেলেছেন। স্বভাবতই তার ইংরেজি পারার কথা। কিন্তু বুখারেস্টের সঙ্গে তার চুক্তির পর যে খেলতে এসেছেন, তিনি মোটেই ইংরেজি পারেন না। তাতেই লাগে খটকা।

দিনামোর প্রেসিডেন্ট ফ্লোরিন প্রুনিয়া বলেছেন, ‘এটা অবাস্তব মনে হয়। আমি ভাবলাম এখনও ঘুমাচ্ছি কি না! ফোন কল করতে শুরু করেছি, বন্ধুদের সঙ্গে কথা বলছি এবং খবরটি সত্য, আমি এটি বিশ্বাস করতে পারছি না। কেউ অস্বীকার করেনি। আমি জানতে পেরেছি যে তার (এডগার) এক যমজ ভাই আছে এবং সে ফুটবলও খেলে।’

অভিযুক্ত দিনামো বুখরেস্টের হয়ে এরইমধ্যে ৫ ম্যাচ খেলে ফেলেছেন। যদি সত্যিকার অর্থেই দিনামোয় এডগারের পরিবর্তে এডেলিনো খেলে থাকেন, তবে শাস্তির মুখে পড়তে হবে লে ভাইদ্বয়কে।

 রোমানিয়া ফুটবল ফেডারেশনের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যিনি খেলছেন, তিনি এডগার না হলে শাস্তির বিধান আছে। বৈধভাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর সমাধান সম্ভব। নিশ্চয়ই দিনামো ইচ্ছাকৃতভাবে এডগারের পরিবর্তে তার যমজ ভাইকে খেলাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url