ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা, বেজে উঠল সাইরেন
ছবি: ইন্টারনেট
ইসরায়েলের ভূখণ্ডে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার মধ্যে গোলান হাইটস এবং লেবানন সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
শুক্রবার (১৭ মে) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এগুলোর মধ্যে কয়েক ডজন রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আপার গ্যালিলিতে রকেট হামলায় দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের বয়স ৬০ বছরের কাছাকাছি। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ যেসব বড় হামলা চালিয়েছে এটি সেগুলোর মধ্যে অন্যতম।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।
ডেইলি-বাংলাদেশ/আরআই
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url