৬০ শতাংশ নারী-পুরুষই পরকীয়ায় আসক্ত
এক সঙ্গীতে আসক্ত নারী-পুরুষের সংজ্ঞা এখন অতীত। দাম্পত্য কলহ কিংবা শারীরিক চাহিদা না মেটায় ভালো থাকার স্বাদ পেতে আজকাল অনেকেই পরকীয়ায় আসক্ত হচ্ছেন। বিয়ের প্রতি চিরাচরিত ধ্যানধারণাও বদলে গিয়েছে সিংহভাগ ভারতীয়দের।
গ্লিডেন-এর সমীক্ষায় মিলেছে চমকে দেওয়ার মতো কিছু তথ্য। ২৫ থেকে ৫০ বছর বয়সী বিবাহিতরা সবচেয়ে বেশি পরকীয়ার দিকে ঝুঁকছেন। কেউ শান্তির খোঁজে। কেউ বা শারীরিক চাহিদা মেটাতে।
যাদের উপর এই সমীক্ষা চালানো হয়েছে, তাদের ৬০ শতাংশেরও বেশি মানুষ অপ্রচলিত ডেটিং পদ্ধতিতে অভ্যস্ত। বর্তমান প্রজন্মের মধ্যে ‘সুইং’ শব্দটি খুব একটা অচেনা নয়। সঙ্গীরা উভয়েই যে যার মতো করে সংসারের বাইরে গিয়ে পরকীয়া এমনকি যৌনচাহিদা মেটাতে ব্যস্ত। আধুনিক ভারতে কিন্তু আদর্শ সম্পর্ক কিংবা বিয়ের সংজ্ঞা অনেকটাই বদলে গিয়েছে। গ্লিডেন-এর সমীক্ষা অবশ্য এমন চাঞ্চল্যকর তথ্যই দিচ্ছে।
সমীক্ষা বলছে, ৫২ শতাংশ কলকাতাবাসী প্লেটোনিক সম্পর্কের মধ্যেই ইমোশনাল কানেকশন খুঁজছে। তাছাড়া, অনলাইন ফ্লার্ট তো রয়েছেই। গ্লিডেন-এর তথ্য অনুযায়ী, ৩৬ শতাংশ নারী এবং ৩৫ শতাংশ পুরুষ অনলাইন প্ল্যাটফর্মে ফ্লার্টিংয়ের দিকে আকৃষ্ট। ভারতের কোচি, জয়পুর, লুধিয়ানার শহর রয়েছে এই সমীক্ষায়।
এছাড়া, নিজের সঙ্গীকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে ফ্যান্টাসির জগতেও বিচরণ করতে অভ্যস্ত হয়ে পড়ছে নারী-পুরুষ উভয়েই। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে গ্লিডেন-এর এই সমীক্ষার কথা তুলে ধরা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url